মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পর্বতে উদ্ধারাভিযানের মহড়া দেয়ার সময় ৯ আরোহী নিয়ে জাপানের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববারের এ দুর্ঘটনায় ৯ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এইচএনকে জানিয়েছে, পুলিশের উদ্ধারকারীদল জাপানের মধ্যাঞ্চলে নাগানো প্রিফেকচারে তুষারময় পর্বতাঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করেছে। জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা শুনেছি, তিনজন লোককে পাওয়া গেছে, যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছে। তবে বাকি ছয়জনকে এখনো পাওয়া যায়নি। জাপানে কোনো চিকিৎসা কর্মকর্তা পরীক্ষা না করা পর্যন্ত সাধারণত কাউকে মৃত ঘোষণা করা হয় না। হেলিকপ্টারের নয় আরোহী-ই ছিলেন উদ্ধারকর্মী ও সরকারি কর্মকর্তা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ছয়জনকে খোঁজা হচ্ছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।