Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ’র তহবিল আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের ডানপন্থী নেত্রী এবং প্রেসিডেন্ট প্রার্থী ম্যারি লি পেনকে আদালতে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের তহবিল আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। সন্দেহ করা হচ্ছে, ইউরোপিয়ান পার্লামেন্টে সহকারী হিসেবে কল্পিত কিছু মানুষকে নিয়োগ দিয়েছিলেন লি পেন। এ ঘটনায় বর্তমান নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার আগে লি পেন আদালতের কার্যসভায় অনুপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী মার্সেল ক্যাকালডি। তিনি বলেন, তিনি অবশ্যই তলবে কোনো সাড়া দেবেন না।’ ফ্রান্সের নির্বাচনে শক্তিশালী প্রার্থী হয়ে আবির্ভূত হয়েছেন লি পেন। আগামী এপ্রিল ও মে মাসে দুই পর্বে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিযোগের বিবরণী থেকে জানা যায় যে, লি পেনের দেহরক্ষী এবং চিফ অব স্টাফকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে নিয়মিত অর্থ সরবরাহ করা হতো। যদিও তাদের কোনো কার্যবিবরণীর হদিশ নেই। গত মাসেই লি পেন-এর চিফ অব স্টাফ ক্যাথেরিন গ্রিসেট-এর বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। এর আগে সংসদের এক সহকারীকে অর্থ প্রদানের ক্ষেত্রে ইইউ তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাথেরিনকে লি পেন-এর দেহরক্ষী থিয়েরি লেজিয়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ