Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়া ত্যাগীদের পুরস্কার বাড়িয়ে চারগুণ দক্ষিণের

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: গোয়েন্দা তথ্য নিয়ে উত্তর কোরিয়া ত্যাগ করে আসা ব্যক্তিদের জন্য আর্থিক পুরস্কার চারগুণ করে আট লাখ ৬০ হাজার মার্কিন ডলার দেবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বিবিসি’র খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ওই গোয়েন্দা তথ্য ব্যবহার করে দক্ষিণ কোরিয়া। এছাড়া, উত্তর কোরিয়ার কোনও সেনা যদি অস্ত্রসহ পালিয়ে আসতে সক্ষম হয় তাকেও আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়েল পক্ষ থেকে বলা হয়, বিমান বিধ্বংসী অস্ত্র থেকে শুরু করে ট্যাঙ্ক বা ছোট আকারের আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে আসলেও অর্থিক পুরস্কার দেওয়া হবে। গত ২০ বছরের মধ্যে এই প্রথম এ ধরনের আর্থিক পুরস্কার বাড়াল দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়া কোনো প্রতিক্রিয়া জানায়নি। উত্তর কোরিয়ার কোনও নাগরিক যদি চীন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং চীনা কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে তবে তাকে কারাদÐ দেওয়ার পাশাপাশি নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়। সাধারণত প্রচুর অর্থের বিনিময়ে মানব পাচারকারীরা উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সাহায্য করে। এখন পর্যন্ত উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সবচেয়ে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা থায়ে ইয়ং-হো। যিনি লন্ডনে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের আগস্টে তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছান। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ