Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ার দুই শহরের ৬৬ হাজার লোক বাস্তুচ্যুত

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তরের দুটি যুদ্ধরত এলাকা থেকে মোট ৬৬ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। গত রোববার জাতিসংঘের মানবিক সমন্বয়ক সংস্থা ওসিএইচএ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর আলেপ্পো প্রদেশের আল-বাব শহর থেকে ৪০ হাজার এবং তাদুফ শহরের নিকটবর্তী এলাকা থেকে ২৬ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। গত ২৩ ফেব্রæয়ারি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে আল-বাব শহর দখল করে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা। ওসিএইচএ জানিয়েছে, এই দুটি শহর থেকে বাস্তুহারা ৩৯ হাজার ৭৭৬ জন লোক পালিয়ে উত্তরে অন্য বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় চলে গেছে। সেখানে পলায়নরত সন্ত্রাসীদের ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার উচ্চমাত্রার তেষজক্রিয়তা এবং পুঁতে রাখা বহু বোমা রয়েছে। এছাড়া ২৫ ফেব্রæয়ারি থেকে সহিংসতাপূর্ণ আল-বাব শহরের পূর্ব অংশ থেকে আরো ২৬ হাজার লোক পালিয়েছে। ওই এলাকায় আইএসের বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়িয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। এদের অনেকেই যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের দখল করা মানবিজ এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। গত শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় সরকারি বাহিনী ও আইএসের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত ৩০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ