Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ১৫ ঘণ্টার দীর্ঘ বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও দুই সন্দেহভাজন জঙ্গি রয়েছে। গত শনিবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে গত রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সেনা ও কাউন্টার ইনসার্জেন্সি বিভাগের পুলিশ সদস্যরা একটি বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর সেখানে অবস্থানরতদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। দক্ষিণাঞ্চলীয় গ্রাম নাজনীনপোরার ওই বাড়িটিতে বিদ্রোহীরা অবস্থান করছিল বলে দাবি করছে নিরাপত্তা বাহিনী। অভিযানে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এক পুলিশ কর্মকতা জানান, অবরুদ্ধ হয়ে পড়া বিদ্রোহীদের সহায়তায় কয়েকশ গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে সরকারি বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সূত্র: দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ