Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পানিসীমায় ৮৫ ভারতীয় জেলে গ্রেফতার

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক: পাকিস্তানের পানিসীমায় অনুপ্রবেশ করে মৎস্য শিকারের দায়ে ৮৫ ভারতীয় জেলেকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সদস্যরা তাদের গ্রেফতার করে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। সিনিয়র পুলিশ পরিদর্শক আদিল হুসাইন চান্দিও বলেন,  পাকিস্তানের পানিসীমা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নৌকাগুলোও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নিতে নৌকাগুলো ডকস পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডকস পুলিশের কর্মকর্তা শওকাত আলী বলেন, অভিযানে গ্রেফতারকৃত ৮৫ ভারতীয় জেলের ১৪টি লঞ্চ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ভারতীয় জেলেদের পাকিস্তানের আদালতে হাজির করার কথা রয়েছে। ভারতীয় ও পাকিস্তানিদের জেলেরা মাঝেমধ্যেই নিজ দেশের পানিসীমা অতিক্রমের অভিযোগে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হন। জেলেদের এভাবে পানিসীমা অতিক্রমের একটা বড় কারণ হচ্ছে, আরব সাগরের পানিসীমা কিছুটা অস্পষ্ট। তাছাড়া অনেক জেলেদেরই সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানের অভাব রয়েছে। পাকিস্তান-ভারতের কূটনৈতিক টানাপড়েন এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রায়ই গ্রেফতার জেলেদের মুক্তিতে অনেক সময় লেগে যায়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ