Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টয়লেট নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীর তিলাই ইউপি চেয়ারম্যান কর্তৃক ধামেরহাট বাজারে পাবলিক টয়লেট নির্মানের টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। পুরাতন টয়লেট ভেঙ্গে ফেলায় ও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নতুন টয়লেট নির্মাণ না করায় বিপাকে প্রকল্প চেয়ারম্যান এবং ব্যবসায়ীরা। জানা গেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ২০১৫-১৬ অর্থ বছরে ৪০ দিনের কর্মসূচির ননওয়েজ খাত দ্বারা গৃহীত ধামেরহাট বাজারে পাবলিক টয়লেট স্থাপনের প্রকল্প দেখায় এবং প্রকল্প চেয়ারম্যান হিসাবে ৬ নং পশ্চিম ছাট গোপালপুর মৌজার ইউপি সদস্য আব্দুল বারেককে নামেমাত্র দায়িত্ব প্রদান করে প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল জক শিকদারের আমলে নির্মিত পাবলিক টয়লেট ভেঙ্গে ফেলে। এদিকে কাজ না করেই প্রকল্প চেয়ারম্যান আব্দুল বারেকের নিকট থেকে প্রথম কিস্তির টাকা ২২ হাজার ৫শ’ টাকা কাজ করে দিবেন বলে কৌশলে হাতিয়ে নেয়। পাবলিক টয়লেট নির্মাণের শেষ তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারি। সরেজমিনে গেলে উক্ত প্রকল্পের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। পুরাতন টয়লেট ভেঙ্গে ফেলায় বিপাকে পড়েছে বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, অনতিবিলম্বে পুরাতন পাবলিক টয়লেট পুনঃনির্মাণসহ নতুন পাবলিক টয়লেট নির্মাণের দাবী জানান। এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল বারেককে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান প্রকল্পটি করে দেয়ার নাম করে প্রতারণা করে তার নিকট থেকে প্রথম কিস্তির টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা না দিলে তিনি কিভাবে কাজটি করবেন? উল্লেখ্য, উক্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনেক ভুয়া প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও বাস্তবে সেগুলোর কোন অস্তিত্ব নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টয়লেট নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ