রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর হতে মুড়াপাড়া ফেরিঘাট হয়ে উপজেলা পর্যন্ত ৭ কিলোমিটার ৬০০ মিটার সড়ক মেরামতের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মেরামত কাজে নি¤œমানের সামগ্রী দিয়ে মেরামত কাজ করা হচ্ছে। এতে করে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর হতে মুড়াপাড়া ফেরিঘাট হয়ে উপজেলা পর্যন্ত ৭ কিলোমিটার ৬০০ মিটার সড়ক মেরামতের কাজের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা। মেরামতের পর সড়কের মেয়াদ ধরা হয়েছে এক বছর। আর ৬ মাসের মধ্যে মেরামত কাজ সমাপ্ত করতে হবে। এছাড়া ৭ কিলোমিটার ৬০০ মিটারের মধ্যে সিডিউলে রয়েছে ৪ কিলোমিটার ৬০০ মিটার ইটের সলিং দিয়ে ও ৩ কিলোমিটার ১৮ ফুট প্রশ্বস্ত পাথর দিয়ে করার কথা রয়েছে। সড়কের ডেমেজ হওয়া অংশ তুলে ফেলে ৬ ইঞ্চি উচ্চতা করতে হবে। কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং। সরেজমিন ঘুরে জানা গেছে, সড়কের দু’পাশের মাটি কেটে ফের সড়কে ব্যবহার করা হচ্ছে। এতে করে সড়কের উভয় পাশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সড়কের পুরনো এবং ডেমেজ অংশ উঠিয়ে ফেলে তা ফের মেরামতের কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া বেশিরভাগ ডেমেজ অংশ রেখেই কোন রকম মেরামত করা হচ্ছে। ৬ ইঞ্চি ইটের সলিং ব্যবহার না করে সড়কের পুরনো অংশ ভেঙে তা দিয়েই ফিনিশিং দেয়া হচ্ছে। কোন কোন স্থানে ১৮ ফুট প্রশ্বস্ত নেই। ১২ থেকে ১৪ ফুট প্রশ্বস্ত রেখেই সড়ক মেরামত কাজ সমাপ্ত করা হচ্ছে। ৬ ইঞ্চি উচ্চতা রাখার কথা থাকলে মাত্র ৩ থেকে ৪ ইঞ্চি উচ্চতা রেখে মেরামত কাজ চলছে। ৩ কিলোমিটার রাস্তায় পাথর ব্যবহার করার কথা থাকলেও পাথরের সঙ্গে ইটের ভাঙ্গা ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আর ইটের ভাঙ্গা ও পাথরের সঙ্গে বেশিরভাগই দেয়া হচ্ছে বালু। সড়কের অনেক স্থানেই দু’পাশে মাটির সাপোর্ট নেয়। সাপোর্ট না থাকা অংশগুলো একটু বৃষ্টি হলেই ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, যেভাবে সড়ক মেরামতের কাজ চলছে তাতে ৩ মাসও সড়কটি টিকবে কিনা সন্দেহ রয়েছে। এর আগেও এ সড়কটি মেরামত কাজে অনিয়ম ছিল। ঠিকাদার মাসুদ রানা অধিক লাভের আশায় সড়ক মেরামত কাজে এ অনিয়ম করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এতে করে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের মালিক মাসুদ রানা বলেন, আমার চেয়ে সড়ক ও জনপদের কর্মকর্তারাই বলতে পারবে কাজ কিভাবে চলছে। সিডিউল ও নিয়মানুযায়ী কাজ চলছে বলে তিনি দাবি করেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের এসও হাসান ইমাম বলেন, এখানে সিডিউল অনুযায়ী কাজ করা হবে। কাজের অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।