Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ দলের এশিয়ান রাগবিতে বাংলাদেশ ১০ম

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া রাগবি সেভেন ট্রফি টুর্নামেন্টে দশম স্থান পেয়েছে বাংলাদেশ রাগবি দল। দু’দিনব্যাপী এ টুর্নামেন্টে ১১টি দেশ অংশ নেয়। দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে খেলে। বাংলাদেশ গ্রুপে অন্য দু’টি দেশ হলোÑ ইরান ও থাইল্যান্ড। গত শুক্রবার প্রথম ম্যাচের ম্যাচে ইরানের কাছে ৩৩-৫ পয়েন্টে এবং একই দিনে সন্ধ্যায় থাইল্যান্ডের কাছে ২৯-০ পয়েন্টে হারে লাল-সবুজরা। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে স্থান নির্ধারণী প্রথম ম্যাচে বাংলাদেশ  ৫২-০ পয়েন্টের বড় ব্যবধানে নেপালকে হারালেও ২৪-৭ পয়েন্টে জর্ডানের বিপক্ষে হেরে যায়। ফলে দশম স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করে তারা। প্রতিযোগিতা শেষে আজ সকালে ঢাকায় ফিরবে বাংলাদেশ রাগবি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ