নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো দুবাই ওপেনের শিরোপা জিতলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। স্প্যানিশ ফার্নান্দো ভারডেসকোকে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম শিরোপা জয় করলেন নম্বর ওয়ান তারকা। ১ ঘণ্টা ১৪ মিনিটের ফাইনালটি জিতে নেন ৬-৩, ৬-২ গেমে। শোকেসে এরই মধ্যে জমা হয়েছে গ্র্যান্ড সø্যামসহ অসংখ্য শিরেপা। তারপরও দুবাই ওপেনের প্রথম শিরেপা জয়ে উচ্ছ্বোসিত মারে, ‘প্রথমবারের মতো এ শিরোপা জিতে আমি অবশ্যই খুবই আনন্দিত। এর ফলে বছরের শুরুটা খুবই সুন্দর হলো।’ ২০১৭ সালে মারে’র এটি প্রথম শিরোপা। আর ক্যারিয়ারের ৪৫তম শিরোপা। এর ফলে নোভাক জোকোভিচকে পেছনে ফেলে শীর্ষস্থানটি আরও মজবুত করলেন মারে।
এদিকে, মেক্সিকান ওপেনে স্যাম কুয়েরির সঙ্গে ৬-৩, ৭-৬ (৭/৩) সেটে হেরে শিরেপা খুইয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। কোনো আমেরিকানের এটি প্রথম মেক্সিকান ট্রফি।
দুই ম্যাচ নিষিদ্ধ বেল
স্পোর্টস ডেস্ক : অভিযোগটা বেশ গুরুতর। গত বুধবার নিজেদের মাঠে লাস পালমাস খেলোয়াড় জোনাথন ভিয়েরাকে অহেতুক ফাউল করে বসেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। তাও একবার নয়, পর পর দুইবার! সাথে সাথে হলুদ কার্ড দেখান রেফারি। সেখানেই থামেননি বেল, ভিয়েরাকে ধাক্কাও মারেন সজোরে। রেফারি দেরি না করে সাথে সাথে লাল কার্ড দেখান বেলকে। আরো বড় শাস্তিই হয়তো অপেক্ষা করছিল ওয়েলস তারকার জন্যে। কিন্তু না, মাত্র দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।