Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দিনটিও অস্ট্রেলিয়ার

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বোর্ডার গাভাস্কার ট্রফির বয়স পেরিয়েছে পাঁচদিন। ক্রিকেট বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত করে এককভাবে প্রতাপ দেখিয়ে চলেছে অস্ট্রেলিয়া। মাত্র পৌনে তিন দিনে পুনে টেস্ট পকেটস্থ করার পর ব্যাঙ্গালুরুতেও ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়াই। প্রথম দিন ভারতকে ১৮৯ রানে গুটিয়ে কোনো উইকেট না হারিয়ে ৪০ রানে দিন শেষ করা অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিন শেষে লিড নিয়েছে মহামূল্যবান ৪৮ রানের, হাতে এখনো ৪ উইকেট।
স্বাভাবিকভাবে একদিনে মাত্র ১৯৭ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেয়া দিনটি বোলারদেরই হয়। কিন্তু ব্যাঙ্গালুরুর ভগ্ন ও বাউন্স পিচ সেই কথা বলে না। আশ্বিন-জাদেজাদের সাপের ফণার মতো ঘূর্ণীর সাথে অস্বাভাবিক বাউন্স সামলাতে রীতিমত পিচে যুদ্ধ করতে হয়েছে ওয়ার্নার-রেনশ-মার্শদের। সুইং, বাউন্সার ও নিচু হয়ে আসা বলে আগুন ঝরিয়েছেন পেসাররাও। বলতে গেলে পুরোটা দিনই তারা চাপে রাখে সফরকারী ব্যাটসম্যানদের। কিন্তু প্রত্যাশিত সাফল্য মেলেনি। এই স্কোরবোর্ডের পরও তাই দিনশেষে নিজেদের এগিয়ে রাখছেন অজি ওপেনার ম্যাট রেনশ, ‘দিনটা আমাদের জন্য সত্যিই ভালো ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুরোটা দিন ব্যাট করা, আমরা সেটা করেছি।’ ওয়ার্নারের মূল্যবান ৩৩ রানের পর রেনশ ও শন মার্শেই দুই ফিফটিতেই দিন পার করে অস্ট্রেলিয়া। যদিও এই পিচে প্রতিটা রানই মহামূল্যবান।
ভারতের ভালো সময় বলতে দিনের দ্বিতীয় সেশন। এসময় তাদের অর্জন ৭৬ রানে ৩ উইকেট। ১৩৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯৬ বলের লড়াকু ইনিংসে ৬০ রান করে জাদেজার বলে আউট হন রেনশ। হ্যান্সকম্ব ও মিশেল মার্শ ফেরেন মাত্র তিন রানের ব্যবধানে। এর আগে ওয়ার্নার ও অধিনায়ক স্মিথের উইকেট দুটি হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অজিরা। ডিআরএস থেকে জীবন পেয়ে ৫২ বলে ৮ রানের ইনিংস খেলে জাদেজার বলে ফেরেন পুনে টেস্টের সেঞ্চুরিয়ান স্মিথ।
যে সেশনের জন্য ভারতীয় বোলারদের সবচেয়ে বড় অপেক্ষা সেই শেষ সেশনে তাদের অর্জন মাত্র ১ উইকেট। অস্ট্রেলিয়াও সবচেয়ে বড় জুটিটা পায় এই সেশনেই। শন মার্শ ও ম্যাথিউ ওয়েড মিলে যোগ করেন ৫৭ রান। ১৯৭ বলের সংগ্রামী ইনিংসে ৬৬ রান করে উমেশ যাদবের বলে করুন নায়ারকে ক্যাচে পরিনত হন শন মার্শ। সপ্তম উইকেটে ১৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন ওয়েড (২৫*) ও মিশেল স্টার্ক (১৪*)। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২৩৭। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রবিনদ্র জাদেজা। একটি করে উইকেটে নেন ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রভিচন্দ্রন আশ্বিন।
একনজরে ফল
ভারত ১ম ইনিংস : ১৮৯
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১০৬ ওভারে ২৩৭/৬ (ওয়ার্নার ৩৩, রেনশ ৬০, স্মিথ ৮, শন মার্শ ৬৬, হ্যান্ডসকম্ব ১৬, মিচেল মার্শ ০, ওয়েড ২৫*, স্টার্ক ১৬*; ইশান্ত ১/৩৯, উমেশ ১/৫৭, অশ্বিন ১/৭৫, জাদেজা ৩/৪৯, করুন ০/৭)।
দ্বিতীয় দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ