Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম নির্বাচনকে ঘিরে নতুন ইসির বাড়তি সতর্কতা

১৪ উপজেলা ও ৪ পৌরসভায় ভোট আজ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের ১৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। এরই মধ্যে এ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের মেয়াদের প্রথম এ নির্বাচন গ্রহণযোগ্য করতে এবং ইসির প্রতি জনমানুষের আস্থা ফিরিয়ে আনতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে নতুন ইসি। ভোটের আগের রাতে যাতে কোনো ধরনের কারচুপি হতে না পারে সে ব্যাপারেও নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, নতুন ইসির অধীনে দলীয় এ নির্বাচন কতটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা নির্ভর করছে ইসির কঠোর অবস্থানের উপরে। তারা বলছেন, বিগত ইসির সময় অনুষ্ঠিত উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকায় সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে। তাই বিগত ইসির দুর্নাম ঘুচিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নতুন ইসির জন্য চ্যালেঞ্জ। এই নির্বাচন তাদের সামনে পরীক্ষা। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে নিজেদের নিরপেক্ষতা রাখতেও পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের।
ভোটের প্রস্তুতি নিয়ে গতকাল রোববার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, তিনটি উপজেলায় সাধারণ ও ১১টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ৪টি পৌরসভায় নির্বাচনও রয়েছে। নির্বাচনের প্রস্তুতি শতভাগ ঠিক আছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা প্রয়োজন সবই করা হবে।
আবদুল্লাহ বলেন, কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত কমিশনকে অনেক অভিযুক্ত করা হয়েছে। তাই কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এজন্য পাঁচ নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকায় গিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেছেন। নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি জানান, নির্বাচনী এলাকায় ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। নির্বাচনের পরিবেশ অনুকূলে আছে। এখন পর্যন্ত  কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। ভোটের আগের রাতে যেন ভোট কারচুপি না হয় সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ছাড় না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কাজেই কেউ দুঃসাহস দেখাবে না।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযোগ আমলে নেয়া হচ্ছে না, এ কথাটি সঠিক নয়। এ পর্যন্ত যত অভিযোগ এসেছে এর মধ্যে আমলে নেয়ার মতো একটা অভিযোগ রয়েছে।  সেটা নিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, প্রমাণ ছাড়া কোনো অভিযোগের ব্যবস্থা নেয়া হবে না। প্রমাণসহ অভিযোগ আসতে হবে। দেখতে হবে কে কি আঙ্গিকে প্রচারণায় অংশ নিয়েছেন বা নির্বাচনী অনিয়ম করেছেন। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে ম্যাজিস্ট্রেটরা আছেন। তারা আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবেন। প্রমাণ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
যেসব উপজেলা ও পৌরসভায় ভোট হচ্ছে
যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলোর মধ্যে রয়েছে- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম,  হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর। আর যেসব পৌরসভায় বিভিন্ন পদে নির্বাচন হবে সেগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা  পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার  শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ