Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীদের বিরামহীন প্রচারণা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে ২২ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দু’জন, বিএনপির দু’জন ও একজন স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ৬০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ২ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ৩ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইলিয়াছ কাঞ্চন চৌধুরী (স্বতন্ত্র), চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইদ্রিছ আজগর (নৌকা), উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মুজিবুল হক (ধানের শিষ), উপজেলা বিএনপি সহ সভাপতি মো. শামসুল আলম (স্বতন্ত্র), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে রেহেনা আকতার, শামীমা আকতার, উষা চৌধুরী, জুলেখা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে জয়নাব বেগম, আয়শা পারভীন বাপ্পী, সামশুন নাহার, জাহানার বেগম, রোজিনা আকতার চৌধুরী, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে আনোয়ারা বেগম, নয়ন তালুকদার। সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে মো. আবু সামাদ, মো. রেজাউল করিম, নুর মোহাম্মদ, শরণ বড়ুয়া, মো. নজরুল ইসলাম। ২নং ওয়ার্ডে মো. আবু তৈয়ব, মো. রেজাউল করিম, মো. ফজল করিম, মো. নাসির উদ্দিন। ৩নং ওয়ার্ডে মোজাম্মেল হক, মো. মনছুর আলম, মো. নাসের সিকদার, মো. সাদুল্লাহ, মো. সেকান্দর। ৪নং ওয়ার্ডে মো. ফোরকান, মো. শামসুল আলম, আজিজুল ইসলাম, মো. এনাম, মো. ওসমান। ৫নং ওয়ার্ডে মোহাম্মদ জাহেদুল হক, মো. সেকান্দর, মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবদুর রহিম, মো. শাহ আলম। ৬নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান, মো. রাশেদ আলী, মো. আলী রানা, মো. দিদার হোসেন। ৭নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম, মো. আজাদ হোসেন, আহমদুল হক তালুকদার, আজগর চৌধুরী, মো. আবদুল মালেক, মো. নাসির উদ্দিন, মো. জসিম উদ্দিন। ৮নং ওয়ার্ডে মো. ইকবাল পারভেজ, রিপন কান্তি গুহ, কনক বড়ুয়া, মো. আবুল হক। ৯নং ওয়ার্ড মো. কবির আহমদ, মো. ইলিয়াছ, মো. সেলিম, মো. ওমর ফারুক, মো. আবদুল মান্নান মুনাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থীদের বিরামহীন প্রচারণা

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ