Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে আবারও ভারতীয় খুন

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয়েছে। কানসাসে এক ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যার কয়েকদিনের মধ্যেই এই হত্যাকাÐের ঘটনা সামনে আসলো। পুলিশ কর্তৃপক্ষ কানসাসের হতাকাÐকে হেইট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধ বলে উল্লেখ করেছিল। ৪৩ বছর বয়সী হরিশ প্যাটেল দক্ষিণ ক্যারোলিনার ল্যাঙ্কেস্টার শহরে একটি দোকানের মালিক। গত বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে ছয় কিলোমিটার দূরে নিজ বাড়ির কাছাকাছি আসলে অজ্ঞাত হত্যাকারী তার ওপর হামলা চালায়। হরিশের দোকান বন্ধ করার ১০ মিনিট পরই তার মৃত অবস্থায় পাওয়া যায় বলে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। রাত ১১টা ৩৩ মিনিটে জরুরি সাহায্যের জন্য ৯১১ নম্বরে একটি ফোন পায় পুলিশ।  ফোনে কারও আর্তনাদ ও গুলি চালানোর শব্দ শুনতে পান কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা ব্যারি ফইলে জানান, এই হত্যাকাÐে প্যাটেলের ভারতীয় বংশোদ্ভূত হওয়াটা বিবেচ্য ছিল না। তিনি বলেন, আমি মনে করি না, বর্ণবাদের জন্য তাকে হত্যা করা হয়েছে। সূত্র : পিটিআই, দ্য হিন্দু।             



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ