Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিন্ধুর পানি নিয়ে বৈঠকে বসার পাকিস্তানি প্রস্তাবে ভারতের সাড়া

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে পুনরালোচনায় পাকিস্তানের বৈঠকে বসার আমন্ত্রণে সাড়া দিয়েছে ভারত। ১৯৬০ সালে এ নিয়ে দেশ দুটির মধ্যে চুক্তি হয়েছিল। সেই চুক্তি পুনর্বিবেচনার জন্য পাকিস্তান সম্প্রতি ভারতকে বৈঠকে বসার আমন্ত্রণ জানায়। বৈঠকটি এ মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে লাহোরে। ভারতের সিনিয়র সরকারি সূত্রগুলো এ খবর জানায়। তারা জানায়, এ নিয়ে এখনো দু’পক্ষের মধ্যে কোনো কথাবার্তা হয়নি এবং ভারত তার অবস্থানে অটল রয়েছে। কর্মকর্তারা জানান, সিন্ধু নদীসংক্রান্ত কমিশনারদের মধ্যে নিয়মিত বৈঠকে শুধু প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিক বিষয় নিয়ে নয়। এবারের বৈঠকে গত বছরের উরি হামলার বিষয়টিও উঠে আসতে পারে বলে তারা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর সেপ্টেম্বর মাসে এই চুক্তি নিয়ে অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা দিয়েছিলেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না। ওই বৈঠকের পর ভারত ফের আলোচনায় বসার বিষয়টি বাতিল করে দেয় এবং জম্মু ও কাশ্মীরের ভিতর দিয়ে প্রবাহিত সিন্ধুর পানির ওপর ভারতের পূর্ণ অধিকার ফলানোর চেষ্টা করে। সাউথ এশিয়া মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ