Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রিটেনের কাছে ইইউ’র পাওনা ঘিরে ব্রেক্সিটের আগেই মাঠ গরম

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের কাছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাপ্য পরিশোধের বিষয়কে ঘিরে ব্রেক্সিট আলোচনা শুরুর আগেই মাঠ গরম হতে চলেছে। ব্রিটেনের হাউজ অব লর্ডসের সদস্যরা বলেছেন, নতুন কোনো বাণিজ্য চুক্তি ছাড়া খালি হাতে বেরিয়ে আসতে হলে ব্রিটেন ইইউকে চাঁদা দিতে আইনত বাধ্য থাকবে না। গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে কমিটি ব্রিটেনের বিদায়ী বিল তৈরির কয়েকটি পন্থা উপস্থাপন করেছে। ইইউর সদস্য হিসেবে জোটের বিভিন্ন কর্মসূচিতে প্রতিশ্রæত চাঁদা না দেয়ার বিষয়কে ভিত্তি করে বিলের পরিমাণ কম-বেশি হতে পারে। ব্রিটেনের কাছে ইইউর পাওনা ক্ষেত্রবিশেষে ১ হাজার ৫৯০ কোটি ডলার হতে পারে। আবার ভিন্নভাবে হিসাব করলে পাওনা ৬ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। লর্ডস কমিটির চেয়ারম্যান কিশোয়ার ফকনার বলেন, ব্রেক্সিটের পর ইইউ বাজেটে চাঁদা দিতে ব্রিটেন বাধ্য নয় বলে আমরা মনে করছি। কিন্তু ব্রেক্সিট আলোচনায় এ অর্থ পরিশোধের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ব্রিটিশ সরকারকে এখন এ চাঁদা পরিশোধের আর্থিক ও রাজনৈতিক মূল্য নিরূপণ করতে হবে। একই সঙ্গে আলোচনা থেকে আদায়যোগ্য সম্ভাব্য লাভের পরিমাণও হিসাব করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে চলতি মাসের শেষ দিকে ব্রাসেলসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন।  বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ