Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমে ৬.৫ শতাংশ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের জন্য চীনের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বছরের শুরুর দিকে লক্ষ্যমাত্রা ছিল ৬.৫ থেকে ৭ শতাংশ। গতকাল রোববার চীনা প্রধানমন্ত্রী লি কিকিয়াং বেইজিংয়ে দেশটির সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনে ভাষণে এ তথ্য জানিয়েছেন। গত ২৬ বছরের মধ্যে চীনা অর্থনীতিতে ২০১৬ সালে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। ভাষণে লি কেকিয়াং বলেন, তিনি জোম্বি (ঋণের সুদ দিতে ব্যর্থ) কোম্পানিগুলোর রাশ টেনে ধরবেন। কারণ তারা প্রয়োজনের তুলনায় বেশি কয়লা ও স্টিল উৎপাদন করছে। তবে এর আগেও এ ধরনের প্রতিজ্ঞা করে ব্যর্থ হয়েছে চীনা সরকার। গ্রেট হল অব দি পিপলে অনুষ্ঠিত বার্ষিক এ সংসদ অধিবেশনে প্রায় ৩ হাজার আইনপ্রণেতা অংশগ্রহণ করছেন। সাধারণত ন্যাশনাল পিপলস কংগ্রেস ও এর উপদেষ্টা পরিষদ বছরে দুবার মিলিত হয়ে থাকে, যা ‘লিয়াংঘুই’ নামে পরিচিত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ