মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের রাজনীতিবিদ সৈয়দ শাহাবুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশটির মুসলিম স¤প্রদায়ের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ৮২ বছর বয়সী শাহাবুদ্দিন গত শনিবার নদীয়া জেলার একটি হাসপাতালে মারা যান। ১৯৭৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনবার এমপি নির্বাচিত হওয়া শাহাবুদ্দিন বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়ে সবার নজরে আসেন। তবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির বই দ্য স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করার সফল আন্দোলনের মধ্যমে তিনি সবচেয়ে বেশি প্রচারের আলোয় আসেন। বিশ্বে ভারতই প্রথম দেশ যারা এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। বইটি এখনও ভারতে নিষিদ্ধ। ভারতের ওই নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনি একটি ফতোয়া জারি করে মুসলিমদের রুশদিকে হত্যা করার নির্দেশ দেন। ভারতের বৈদেশিক অধিদপ্তরের সাবেক কূটনীতিক শাহাবুদ্দিন অল ইন্ডিয়া মুসলিম মাজলিস-ই-মুশাওয়ারাত এর নেতৃত্বও দিয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।