নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লা লিগা
স্পোর্টিং গিজন-দিপোর্তিভো, বিকাল ৫টা
অ্যাট.মাদ্রিদ-ভ্যালেন্সিয়া, রাত ৯টা
লাস পালমাস-ওসাসুনা, রাত সাড়ে ১১টা
অ্যাথ.বিলবাও-মালাগা, রাত পৌনে ২টা
সরাসরি : সনি সিক্স
প্রিমিয়ার লিগ
টটেনহাম-এভারটন, সন্ধ্যা সোয়া ৭টা
সান্টারল্যান্ড-ম্যান সিটি, রাত পৌনে ১০টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২
সেরি আ
উদিনেসি-জুভেন্টাস, রাত ৮টা
বোলোনিয়া-লাজিও, রাত ২টা
সরাসরি : সনি ইএসপিএন
কাগলিয়ারি-ইন্টার মিলান, রাত ৮টা
সরাসরি : সনি ইএসপিএন এইচডি
বুন্দেসলিগা
ফ্রাঙ্কফুর্ট-ফ্রেইবার্গ, রাত সোয়া ৮টা
হামবুর্গ-হার্থা বার্লিন, রাত সোয়া ১০টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১
ফ্রেঞ্চ লিগ ওয়ান
লরেন্ত-মার্শেই, রাত ৮টা
সরাসরি : টেন ১
তুলুস-লিলি, রাত সোয়া ১০টা
মোনাকো-নঁতে, রাত ২টা
সরাসরি : টেন ২
এ-লিগ : নিউক্যাসল জেড-ব্রিসবেন রোভার
সরাসরি : টেন ১ এইচডি, বেলা ২টা
ব্যাডমিন্টন : জার্মান ওপেন
সরাসরি : স্টার স্পোর্টস ৪, বিকাল ৫টা
ঘোড়দৌড় : ইন্ডিয়ান টার্ফ ইনভাইটেশন কাপ
সরাসরি : নিও স্পোর্টস, বিকাল ৪টা
গলফ : মেক্সিকো চ্যাম্পিয়ন্সশিপ
সরাসরি : নিও স্পোর্টস, রাত ১১টা
গলফ : তশয়ান ওপেন
সরাসরি : টেন গলফ এইচডি, বিকাল ৪টা
নেক্সা পি১ পাওয়ারবোট
সরাসরি : সনি ইএসপিএন, বেলা আড়াইটা
টেনিস : টেলসেল ওপেন (ফাইনাল)
সরাসরি : সনি ইএসপিএন এইচডি, সকাল ৯টা
এনবিএ : হাউস্টন-মেম্ফিস
সরাসরি : সনি সিক্স, সকাল ৮টা
আজকের খেলা
বিসিএল, ৬ষ্ঠ রাউন্ড ১ম দিনশ্রীলংকাকে হাতুরুসিংহের আক্রমণ!
বিশেষ সংবাদদাতা : শ্রীলংকার হয়ে খেলেছেন ২৬ টেস্ট, টপ অর্ডার এই ব্যাটসম্যানের টেস্ট গড়টা মাঝারিমানের (২৯.২৬)। নেই কোনো সেঞ্চুরি। তবে ২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেট ছেড়ে দেয়ার পর কোচিংয়ের এক যুগে নিজেকে অন্য এক উচ্চতায় এনেছেন হাতুরুসিংহে। ২০০৫ সালে সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব দিয়ে শুরু তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার। ২০০৯ সালে তিন বছরের জন্য শ্রীলংকা ক্রিকেট দলের কোচ পদে নিয়োগও পেয়েছিলেন। সময়ের সেরা ক্রিকেটার সাঙ্গাকারা, মাহেলা, দিলশান, মুরালীধরন, মালিঙ্গার এই ক্রিকেটগুরুকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হতে হয় বহিষ্কৃত ২০১০ সালে। তাকে বাদ দিয়ে ট্রেভর বেলিসকে কোচ পদে দায়িত্বটা সে সময়ের অধিনায়ক সাঙ্গাকারার মনোপূত হয়নি বলে শ্যাডো কোচ হিসেবে হাতুরুসিংহেকে পেতে চেয়ে বোর্ডের কাছে আবেদন পর্যন্ত জানিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ায় স্থায়ী নিবাস গড়ে তুলে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ এবং সিডনী থান্ডার্সের দায়িত্ব নেয়ায় শ্রীলংকার প্রস্তাব করেননি গ্রহণ। ২০১৪ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে হাতুরুসিংহে নিয়োগ পাওয়ায় টনক নড়েছে শ্রীলংকা ক্রিকেটের। প্রথম ধাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে হাতুরুসিংহেকে ফিরিয়ে আনতে শ্রীলংকা ক্রিকেট কম চেষ্টা করেনি। তবে দ্বিতীয় মেয়াদে মাসে ২৭ হাজার মার্কিন ডলারে বিসিবি’র সঙ্গে চুক্তিবদ্ধ হাতুরুসিংহে শ্রীলংকা ক্রিকেট দলের কোচের দায়িত্ব দেয়ার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে তাদের। বাংলাদেশ ক্রিকেট দলকে আমূল পরিবর্তন করায় এখন শ্রীলংকার মাটিতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজে এই লংকানকেই ভয় শ্রীলংকার।
৭ বছর আগে যাদের দেয়া অপবাদে ভাগ্যান্বেষণে ছাড়তে হয়েছে শ্রীলংকা, সেই শ্রীলংকায় বাংলাদেশ ক্রিকেট দলের সফরে শ্রীলংকা ক্রিকেটের উপেক্ষার জবাব দিতে চান হাতুরুসিংহে। টেস্ট সিরিজকে সামনে রেখে এই পেশাদারী কোচ শ্রীলংকাকে রীতিমত আক্রমণ করেছেন। ৪৮ বছর বয়সী এই কোচ রাখ-ঢাক না রেখে বলেছেনÑ ‘শ্রীলংকা ক্রিকেটে অবদান রাখতে পারিনি বলে আমি হতাশ। তারপরও এখন আমি যা কিছু করছি, তাতেই আমি তাতেই খুশি।’
শ্রীলংকা ক্রিকেটের অন্যায়ের জবাব শুধু তিনি একাই দেননি, শ্রীলংকা ক্রিকেট দলের ফিটনেস এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানকে করেছেন ডেপুটি, শ্রীলংকার সাবেক টেস্ট ব্যাটসম্যান সামারাবীরাকে পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দিয়েছে বিসিবি হাতুরুসিংহের প্রস্তাবে। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরে এই ত্রয়ীই এখন শ্রীলংকার প্রধান প্রতিপক্ষ! শ্রীলংকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক রঙ্গনা হেরাথ এই ত্রয়ীকে নিয়েই পাচ্ছেন ভয়Ñ ‘সামারাবীরা এবং হাতুরুসিংহে আমাদের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে ভালোভাবে অবগত। আমি নিশ্চিত তারা এ নিয়ে কাজ করছেন। তারা এখানে একটা পরিকল্পনা নিয়ে এসেছেন।’
গত আড়াই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিস্ময়কর উন্নতিতে হাতুরুসিংহের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে শ্রীলংকা সফরে সাফল্যে আশাবাদী বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকÑ ‘গত দুই আড়াই বছরের রেকর্ড বলছে দলকে কতোটা সুন্দর জায়গায় নিয়ে এসেছেন হাতুরুসিংহে। অনেক কিছুতেই উন্নতি হয়েছে। আশা করছি এই সফরেও সাফল্য পেতে তা সহায়ক হবে।’
তবে ঠিক পথেই নুতন কোচিং স্টাফে এগিয়ে যাচ্ছে শ্রীলংকা, এমনটাই মনে করছেন শ্রীলংকা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভাÑ ‘যখন (২০১৬ সালে) আমরা অফিস পরিচালনার দায়িত্ব নেই, তখন দলকে দেখাশোনার দায়িত্বটা দিয়েছিলাম জেরোমে জয়ন্তকে। তবে বৃহত্তর স্বার্থে দলের উন্নতির জন্য হাই পারফরমেন্স সেন্টারের মাধ্যমে ক্রিকেটের উন্নতির চেষ্টা করা হচ্ছে। আমি আশাবাদী কোচদের ব্যাপারে ঠিক কম্বিনেশনই খুঁজে পেয়েছি আমরা।’
সম্প্রতি দ. আফ্রিকা সফরে ০-৩ এ টেস্ট এবং ০-৫ এ ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় দ. আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ডের ভূমিকা হয়েছে প্রশ্নবিদ্ধ। কঠিন সময় কাটিয়ে উঠে সঠিক পথেই এগুচ্ছে শ্রীলংকা দল, সিনিয়রহীন শ্রীলংকা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিরিজটি, তা মনে করছেন গ্রাহাম ফোর্ডÑ ‘কিছুটা হলেও কঠিন সময় পার করেছি। ট্র্যাকে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের। এই সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।’
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, বিকেএসপি-৩
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল, ফতুল্লা
ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টা
ওয়ার্ল্ড হকি লিগ, ২য় পর্ব
পুল এ
ঘানা-শ্রীলঙ্কা, সকাল সোয়া ৯টা
মিশর-চীন, সকাল সাড়ে ১১টা
পুল বি
ওমান-মালোয়েশিয়া, দুপুর পৌনে ২টা
বাংলাদেশ-ফিজি, বিকাল ৪টা
মওলানা ভাসানী হকি স্টেডিয়াম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।