Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদীদের সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইহুদী স¤প্রদায়ের লোকজনকে নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বুধবার এক বিবৃতিতে একথা জানান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি জন কেলি। তিনি বলেন, সা¤প্রতিক সময়ের হুমকির পরিপ্রেক্ষিতে ইহুদীদের নিরাপত্তা নিশ্চিতে হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছি আমি। গত দুই মাসে শতাধিক ইহুদী কমিউনিটি সেন্টার ও স্কুলে হামলার হুমকি দেয়া হয়েছে। সর্বশেষ গত সোমবার দেয়া হুমকিতে নড়েচড়ে বসেছে সবাই। যদিও সেদিন কোনো বোমা পাওয়া যায়নি বা কেউ আহত হয়নি।  তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। নির্দিষ্ট করে কিছু না বললেও জন কেলি জানান, তারা দেশজুড়ে ইহুদী স¤প্রদায়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন। তিনি বলেন, নিজ নিজ ধর্ম পালন করা ও বিশ্বাস নিয়ে বসবাস করাটাই মার্কিন মূল্যবোধ ও জীবনযাত্রার ধরণ। হোমল্যান্ড সিকিউরিটি সকল স¤প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ