মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিচারবহির্ভূত হত্যাকান্ডের অভিযোগ উপেক্ষার জন্য ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবং তার অন্ধ অনুসারীদের পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্টের মাদক যুদ্ধের সমালোচক ও আটক সিনেটর লেইলা দে লিমা। এ নিয়ে বিশ্বকে বোকা বানানো বন্ধ করতে বলেছেন তিনি। দুতার্তের মাদকবিরোধী অভিযানে হত্যাকান্ড নিয়ে গত বছর সিনেটে একটি তদন্তের নেতৃত্ব দেন লিমা। গত সপ্তাহে মাদক-সংশ্লিষ্ট এক অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশ হেফাজতে রিমান্ডে নেয়া হয়। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা একটি বার্তা প্রকাশ করেছেন লিমা। সেখানে তিনি বলেছেন, যথাসময়ে প্রেসিডেন্ট এবং যারা অন্ধভাবে তার অবৈধ হত্যা আদেশ, প্রমাণ জালিয়াতি এবং মিথ্যার জাল বুনতে সাহায্য করেছে, সবাইকে জবাবদিহি করতে হবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনের তথ্য প্রেসিডেন্টের দপ্তর ও পুলিশ খন্ডন করার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন লিমা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।