মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের মসুল শহরের পাশে মরুভূমিতে আইএসের গণহত্যা নিয়ে লোকমুখে নানা গল্প ছড়িয়ে পড়েছিল। এবার মিলেছে তার প্রমাণ। একশ’ ফুট চওড়া একটি ক‚পের মধ্যে শত শত লাশ ফেলেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেই লাশগুলোর সন্ধান পাওয়া গেছে মসুলে। আড়াই বছর আগে মসুল শহর দখল করার পর সেখানে ভয়ংকর গণহত্যা চালিয়েছে আইএস। মসুলের বিমানবন্দর থেকে পাঁচ কিলোমিটার দূরে মরুভূমির একটি সিঙ্কহোলকে (প্রাকৃতিক ক‚প) কেন্দ্র করে মানুষ হত্যার তাÐব চালায় আইএস জিহাদিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্দি করে আনা লোকজনকে ধরে এনে ক‚পের কিনারে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ লাথি দিয়ে ক‚পের মধ্যে ফেলে দেয়া হয়েছে। অন্যদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। অনেককে জীবিত ক‚পের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে তারা মারা গেছে। মৃত্যুক‚প নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গুঞ্জন থাকলেও আইএসের ভয়ে প্রকাশ্যে তা বলতে পারেনি তারা। গত মাসে ইরাকি বাহিনী শহরটি দখলে নেয়ার পর এ নিয়ে খোলামেলা আলাপ করতে সাহস পাচ্ছে তারা। ইরাকি বাহিনীর ধারণা, কয়েক হাজার মানুষের প্রাণ গেছে এ মৃত্যুক‚পে। আইএসের গণহত্যার প্রমাণ মিলেছে বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান পাওয়ার মধ্য দিয়ে। তবে ধারণা করা হচ্ছে, আইএস এ মৃত্যুক‚পের ব্যবহার করেছে তারও আগে থেকে। এনডিটিভি অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।