মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মারকেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ১৪ মার্চে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। বাণিজ্য নিয়ে মতবিরোধ, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গণমাধ্যম সম্পর্কে তার মন্তব্য নিয়ে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কের সূচনা হওয়ার পর এই প্রথম দু’দেশের নেতা বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ সফরের ঘোষণা দিয়েছেন। জার্মানিতে জি-টোয়েন্টি শিল্পোন্নত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে দু’নেতা এ বৈঠক করবেন। এতে করে জুলাইয়ে জি-টোয়েন্টি নেতাদের বৈঠকের জন্য ট্রাম্পের জার্মানি সফরে যাওয়ার পট প্রস্তুত হবে। জানুয়ারিতে টেলিফোন আলাপের পর এক যৌথ বিবৃতিতে ট্রাম্প এবং মারকেল নেটো জোটের গুরুত্ব তুলে ধরে সন্ত্রাস মোকাবেলায় একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।