Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কানাডায় অভিবাসীদের আবেদন বাড়ছে

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দিয়ে কানাডায় শরণার্থী হিসেবে বসবাসের জন্য অভিবাসীদের আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরু থেকে দেশটিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েছে। কানাডার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এক সম্মেলনে জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ফেব্রæয়ারির ২১ তারিখ পর্যন্ত মোট চার হাজার মানুষ শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেছেন; যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২ হাজার ৫০০ জন বেশি। এ পরিসংখ্যানের মধ্যে সীমান্ত অতিক্রমকারী ও যুক্তরাষ্ট্র ফেরতরাও রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আবেদনকারী কানাডায় আসার আগে অল্পসময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ