পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মূল্য এক আউন্স স্বর্ণের দামকে ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার একটি বিটকয়েনের বিনিময় মূল্য ছিল ১ হাজার ২৬৮ ডলার। অন্যদিকে এক আউন্স পরিমাণ স্বর্ণের দাম ছিল ১ হাজার ২৩৩ ডলার। চালুর পরে বিটকয়েনের স্বর্ণের মূল্যকে টেক্কা দেয়ার এটিই প্রথম ঘটনা। ২০০৯ সালে প্রথম বিটকয়েন চালু হয়। এসময় অনেকেই মনে করেছিলেন, এটি খুব একটা জনপ্রিয় হবে না। চালুর পর থেকেই বিটকয়েনের মূল্য ওঠা-নামা করতে থাকে। ২০১৪ সালে বিটকয়েনের বড় আকারের দরপতন ঘটে। গত মাসে এসে এটির মূল্য বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, চীনে বিটকয়েনের চাহিদা ক্রমশ বাড়ছে। যার প্রভাব পড়েছে এর বিনিময় মূল্যে। যদিও দেশটিতে এর ব্যবহার নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। চীনা সরকারের মতে, বিটকয়েনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হচ্ছে। দেশটি পাচার বিরোধী অভিযানও শুরু করে। বাড়নো হয় নজরদারি। প্রসঙ্গত, বিটকয়েন নতুন ধরনের মুদ্রা ব্যবস্থা হিসেবে পরিচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।