মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বৃটিশ সরকারের ব্রেক্সিট বিল প্রত্যাখ্যান করে সংশোধনের আহ্বানজানিয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। উচ্চকক্ষের সদস্যরা যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন। সরকারের ব্রেক্সিট বিল গ্রহণের বদলে, এতে সংশোধনীর আহ্বান জানিয়েছেন হাউজ অব লর্ডসের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। লেবার দলের আনা সংশোধনীর পক্ষে ৩৫৮ জন সদস্য ভোট দিয়েছেন। বিপক্ষে দিয়েছেন ২৫৬ জন। এ খবর দিয়েছে স্কাই নিউজ। খবরে বলা হয়, হাউজ অব লর্ডসে পাস হওয়া সংশোধনীতে মন্ত্রীদের প্রতি ইইউ থেকে বৃটেন প্রস্থান প্রক্রিয়া শুরুর ৩ মাসের মধ্যেই বৃটেনে বসবাসরত ইইউভুক্ত ৩৫ লাখ নাগরিকের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এ বিল নিয়ে ভোটাভুটির আগে পরাজয় আঁচ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড হাউজ অব লর্ডসকে চিঠি দিয়ে জানান, ইইউ নাগরিকদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আচরণ করা হবে। তবে এতে শেষ রক্ষা হয়নি। লেবার, লিবারেল ডেমোক্রেট ও স্বতন্ত্র সদস্যরা বলছেন, ব্রেক্সিটের ফলে যে অনিশ্চয়তায় ভুগছেন অনেক মানুষ তা মুছে ফেলতে ঐক্যবদ্ধ সমর্থন দরকার। বিলের উদ্যোক্তা ছায়া ব্রেক্সিট মন্ত্রী ব্যারোনেস হায়তার বলেন, তার আশঙ্কা ইইউ’র সঙ্গে বৃটিশ সরকারের সমঝোতা আলোচনার সময় ইইউ নাগরিকদের গুটি হিসেবে ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, বৃটেনে বসবাসকারী ইইউ নাগরিক আর ইইউতে বসবাসকারী বৃটিশ নাগরিকরা বিনিময় পণ্য হতে পারেন না। শুধু বিরোধী দলগুলো নয়, সরকারি দল কনজারভেটিভ পার্টির কিছু সদস্যও এই ব্রেক্সিট সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছেন। রয়টার্স,বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।