Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে আল-কায়েদা ঘাঁটিতে ব্যাপক মার্কিন বিমান হামলা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন বিমান বাহিনী বৃহস্পতিবার ইয়েমেনে আল-কায়েদার ঘাঁটিগুলোতে ২০ দফারও বেশি ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন বহুমুখী হামলায় বেশকিছু সাধারণ নাগরিক নিহত হওয়ার পর দেশটিতে আল-কায়েদা-বিরোধী অভিযান অনেকদিন বন্ধ থাকে, এরপর এটাই আল-কায়েদার বিরুদ্ধে সবচেয়ে বড় ধরনের হামলা। পেন্টাগন জানায়, আল-কায়েদা যোদ্ধা, তাদের ব্যাপক সামরিক ব্যবস্থা ও অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আবিয়ান, আল-বাইদা ও শাবওয়াহ-এ ড্রোন এবং চালকবাহী বিমান থেকে এ হামলা চালানো হয়। তারা হতাহতের ব্যাপারে কিছু জানায়নি। কিন্তু স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা জানান, এতে অন্তত ৯ আল-কায়েদা যোদ্ধা নিহত হয়েছে। এ অভিযানে ইয়েমেনের সরকারি বাহিনীও অংশ নেয়। নৌবাহিনীর ক্যাপ্টেন জেট ডেভিস জানান, প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদি অভিযানে সমন্বয় সাধন করেন। গত ২৯ জানুয়ারি আল-বাইদায় বিমান হামলায় আল-কায়েদা যোদ্ধাদের সঙ্গে ১৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর এক মাস আল-কায়েদা বিরোধী এ অভিযান বন্ধ থাকে। ওই অভিযানে মার্কিন নৌসেনা রায়ান ওয়েন্্স নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম বড় ধরনের হামলা। তবে, সমালোচকরা পূর্বের হামলায় নারী ও শিশু নিহত হওয়ার পর এ হামলার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়েনের বাবা এ হামলাকে গর্ধবের কাজ হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনে পর্যায়ক্রমে ছোট ছোট কমান্ড দল পাঠিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। মধ্যপ্রাচ্যের দরিদ্র এ দেশটিতে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলে আসছে। জাতিসংঘ কর্মকর্তারা জানান, এ যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ