মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: বহু বিতর্কের পর অবশেষে কিছুটা পিছু হঠার পথে ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতির প্রশ্নে যে কড়া অবস্থান নিয়েছিলেন তিনি সেখান থেকে কিছুটা পিছু হঠার ইঙ্গিত পাওয়া গেছে। যে মুসলিম প্রধান দেশগুলির নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই দেশগুলির তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ইরাকের নাম। শুধু তাই নয়, যাদের কাছে বৈধ ভিসা রয়েছে, তাদের কাউকেই যুক্তরাষ্ট্র ঢুকতে বাধা দেওয়া হবে না। এমন নীতিই ঘোষিত হতে চলেছে বলে খবর পাওয়া গেছে। অভিবাসন নীতি কঠোর করতে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে যে নির্দেশিকায় সই করেছিলেন, সে নির্দেশিকা মার্কিন আদালত বাতিল করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, আদালত একটি নির্দেশিকা বাতিল করে দিয়েছে বলে সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। আবার সংশোধিত নির্দেশিকা জারি করা হবে। যে বিষয়গুলি নিয়ে আদালত আপত্তি তুলেছিল, সেগুলি এড়িয়ে নতুন নিষেধাজ্ঞা জারি হবে। সেই নতুন নিষেধাজ্ঞা তৈরি হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি দেশের নাগরিকদের এবং শরণার্থীদের আমেরিকা প্রবেশ কঠিন করে তোলার একাধিক সংস্থান এই নতুন নির্দেশিকায় থাকছে বলে জানা গেছে। ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়ার বিষয়ে যে ছাড় ছিল, নতুন নির্দেশিকায় সেই ছাড় প্রত্যাহার করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে যাদের হাতে বৈধ মার্কিন ভিসা ইতিমধ্যেই রয়েছে, তারা যে দেশের নাগরিকই হন, যুক্তরাষ্ট্র ঢুকতে তাদের বাধা দেওয়া হবে না। এমন নির্দেশিকাই নাকি জারি হতে চলেছে। নতুন নির্দেশিকা তথা নিষেধাজ্ঞা জারির সব প্রস্তুতি নাকি তৈরি হয়েছে। শুধু প্রেসিডেন্টের স্বাক্ষর হওয়া বাকি। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।