Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পালমিরা সরকারের দখলে

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউনেস্কোর বিশ্ব ঐহিত্য হিসেবে ঘোষিত সিরিয়ার প্রাচীন শহর পালমিরা পুরোপুরি দখলে নিয়েছে সিরিয়ার সরকার। রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী আইএসের জেহাদিদের কাছ থেকে নিয়েছে। আইএস বিতাড়নের পর সিরিয় সৈন্যরা শহরে প্রবেশ করে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। ২০১৫ সালে আইএস প্রথমবার পালমিরা দখল করেছিল। ২০১৬ সালের মার্চে সিরিয়ার সেনাবাহিনী আইএসকে হটিয়ে শহরটি পুনরুদ্ধার করেছিল তবে একই বছরের ডিসেম্বরে আলেপ্পো অভিযানে সিরিয়া সেনাবাহিনীর ব্যস্ততার সুযোগে আইএস ফের পালমিরার দখল করে নেয়। দখল নেওয়ার পরে দুইবারই পালমিরার প্রাচীন পুরাকীর্তি ও বিখ্যাত মূর্তি ভেঙ্গে ফেলে। তারা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই ধ্বংসযজ্ঞকে যুদ্ধাপরাধ অভিহিত করে এর নিন্দা জানায় জাতিসংঘ। এদিকে, জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফরির বরাত দিয়ে শুক্রবার বিবিসি পালমিরা পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করেছে। সন্ত্রাসী গোী আইএসের হাত থেকে পালমিরা এখন সম্পূর্ণ মুক্ত। এই শহর থেকে জেহাদিদের তাড়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার কথা রেখেছেন বলে জানান জাফরি। গত বুধবার জেহাদিদের সঙ্গে লড়াই করতে করতে সরকারি বাহিনী পালমিরায় প্রবেশের পথ করে নেয় বলে জানিয়েছে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সং¯া সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পালমিরা শহরের পত্তন কবে হয়েছিল, তার নিশ্চিত সঠিক সময় কারও জানা নেই। তবে খ্রিষ্টপূর্ব প্রথম শতক থেকে পরবর্তী ৪০০ বছর এ মরূদ্যান শহরটি উন্নতির শিখরে পৌঁছেছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। মসলা, সুগন্ধি, রেশম ও হাতির দাঁতের শিল্পের ওপর ভিত্তি করে এক সম্পদশালী শহরে পরিণত হয় পালমিরা। মরুর মুক্তা নামে পরিচিত এ শহরে আছে ২ হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো মন্দির, কারুকার্যমন্ডিত স্তম্ভসহ নানা নিদর্শন। বিবিসি ও সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ