Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ দশক পর সুদানের প্রথম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬৮ বছরের বকরি হাসান সালেহ। এক সময়ের এ জেনারেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের একজন শীর্ষ সহযোগী ছিলেন। গত বৃহস্পতিবার খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদে তিনি শপথগ্রহণ করেন। নতুন প্রধানমন্ত্রী বকরি হাসান সালেহ একইসঙ্গে প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন। ১৯৮৯ সালে সুদানে ইসলামপন্থীদের সমর্থিত এক রক্তপাতহীন অভ্যুত্থানের পর দেশটির প্রধানমন্ত্রীর পদ রহিত করা হয়। ফলে এতদিন সুদানে কোনও প্রধানমন্ত্রী ছিলেন না। মাত্র একদিন আগে ওমর আল-বশিরের ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)’র কার্যনির্বাহী ব্যুরো ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা বকরি হাসান সালেহকে প্রধানমন্ত্রী মনোনীত করে। ২০১৬ সালের ডিসেম্বরে সুদানের আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী পদ পুনর্বহালের পক্ষে ভোট দেন। বকরি হাসান সালেহ এর আগে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ওমর আল-বশিরের জাতীয় নিাপত্তা উপদেষ্টা ছিলেন। ১৯৯০-এর দশকে তিনি সুদানের শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সাভিসের প্রধান হিসেবে পালন করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ