Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্ত থেকে নাম প্রত্যাহার অ্যাটর্নি জেনারেলের

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন। মার্কিন নির্বাচন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে নিজেই অভিযুক্ত হওয়ার পর এ সংক্রান্ত এক তদন্ত কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বলেছেন, আমি সেই প্রচারণায় যুক্ত ছিলাম, এ সংক্রান্ত তদন্তে তাই আমার না থাকাই ভালো। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, মার্কিন নির্বাচন নিয়ে কোনো তদন্তকার্যে আমি অংশগ্রহণ করবো না। তিনি দাবি করেন, দায়িত্ব নেয়ার সময় তিনি কোনো মিথ্যা বলেননি। রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ডেমোক্রেটরা তার পদত্যাগের দাবি জানিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসনের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছেন, জেফ সেশন একজন সৎ মানুষ। তিনি হয়তো স্পষ্ট করে অভিযোগের ব্যাখা দিতে পারেননি। তবে তার উদ্দেশ্য অসৎ ছিলো না। রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসরায়েকের সঙ্গে জেফ সেশনের দুই গোপন বৈঠকের খবর প্রথমে সামনে নিয়ে আসে ওয়াশিংটন পোস্ট। ঘটনার পর জোর আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কিসলায়েকের সঙ্গে গত বছর জুলাই মাসে রিপাবলিকানদের জনভেনশনের সময় একবার সাক্ষাত হয় জেফ সেশনের। আবার সেপ্টেম্বরে তার অফিসে একবার সাক্ষাত হয়। তখন জেফ সেশন ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির একজন সদস্য। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেশন। গত বুধবার তিনি বলেন, তিনি কখনোই নির্বাচন নিয়ে রাশিয়ার কারো সঙ্গে আলোচনা করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ