Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মার্কিনিদের ভিসাবিহীন ভ্রমণ বন্ধের পক্ষে ইইউ আইন প্রণেতারা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসাবিহীন ভ্রমণ এই গ্রীষ্মের আগেই বন্ধ করার পক্ষে এক ভোটে রায় জানিয়েছেন ইইউ আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্র ইইউ দেশগুলোর নাগরিকদেরকে ভিসা ছাড়া সেদেশে ঢুকতে না দেওয়ার জবাবেই ইইউ আইনপ্রণেতারা গত বৃহস্পতিবার এ মত জানান। ইউরোপীয় পার্লামেন্টের এ ভোটের ফলে ইউরোপীয় কমিশন এবং ইইউ নির্বাহী পরিষদ এক বছরের জন্য ইইউ দেশগুলোতে মার্কিন নাগরিকদের ভিসাবিহীন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাপের মুখে পড়বে। ওয়াশিংটন ২৮ জাতি ইইউভুক্ত দেশ পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, রুমানিয়া এবং বুলগেরিয়া থেকে নাগরিকদেরকে ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয় না। এরই পাল্টা পদক্ষেপে নিতে ইইউ’কে নিতে হবে ওই উদ্যোগ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ