মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত মাসে জার্মানিতে বেকারত্বের হার সর্বকালীন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রকাশিত সরকারি তথ্যে জানা যায়, রাজনৈতিক কারণে ভবিষ্যতকে ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হওয়া সত্তে¡ও জার্মানিতে বেকারত্বের হার কমে যাওয়া ইউরোপের সর্বোচ্চ অর্থনীতির দেশের জোরালো অবস্থানের দিকেই ইঙ্গিত করে। এক বিবৃতিতে ফেডারেল লেবার এজেন্সি জানায়, চলতি বছরের ফেব্রæয়ারিতে জার্মানির বেকারত্বের হার ছিল ৫ দশমিক ৯ শতাংশ। জানুয়ারিতেও একই হার ছিল, যা ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলনের পর সর্বনিম্ন। শ্রম দপ্তরের প্রধান ফ্রাংক ইয়ুর্গেন-ডেইজ এক বিবৃতিতে জানান, জার্মানির শ্রমবাজারে আরেক দফা ইতিবাচক উন্নয়ন দেখা গেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় নতুন কর্মীর চাহিদা উচ্চ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। সাময়িক সময়ের জন্য সমন্বয়কৃত পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রæয়ারিতে ১৪ হাজার নিবন্ধিত বেকার কাজে যোগ দিয়েছেন। জার্মানিতে বিনিয়োগ বাড়ায় সরকারি ও বেসরকারি খাত অধিক হারে ব্যয় করছে এবং এ কারণে এসব খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। আইএনজি ডিবা ব্যাংকের বিশ্লেষক কারস্টেন ব্রেজস্কি জানান, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা দ্বারা জার্মানির শ্রমবাজার পরিচালিত হচ্ছে। বছরজুড়ে শ্রমবাজারে এ চাঙ্গাভাব বিরাজ করবে বলে পূর্বাভাস দেন তিনি। তবে ভোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগ জরিপে দেখা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশটিতে সংযত প্রত্যাশা বিরাজ করছে। জার্মানির ভবিষ্যৎ নিয়ে জরিপে অংশগ্রহণকারীদের সবাই উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি-বিষয়ক অনিশ্চয়তা, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের সিদ্ধান্ত ও ইউরোপের বেশ কয়েকটি দেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জার্মানিতে আকস্মিকভাবেই মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।