Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রতি পাঁচজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। দেশটির জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপে (এনএফএইচএস)-৪ এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের মোট জনসংখ্যার (১২৫কোটি) এক-পঞ্চমাংশ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এনএফএইচএস বলছে, দেশটিতে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২০ দশমিক ৩ শতাংশ। এছাড়া উচ্চ রক্তচাপে ভুগছেন ২২ দশমিক ২ শতাংশ মানুষ। ২০১৫-১৬ সালে দেশটির ৬ লাখ পরিবারের ওপর জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করেছে এনএফএইচএস। ভারতের ২৬টি রাজ্যের এসব পরিবারের ৭ লাখ নারী ও ১ লাখ ৩০ হাজার পুরুষের ওপর জরিপ চালানো হয়। বিশ্বের ডায়াবেটিস রাজধানী হিসেবে পরিচিত ভারতে এই রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে বলে জরিপে বলা হয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মানচিত্র ২০১৫ অনুযায়ী, ভারতের ৬ কোটি ৯২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংখ্যা ২০১৩ সালে এক প্রতিবেদনে জানায়, ৬ কোটি ৩০ লাখ ভারতীয় ডায়াবেটিসে ভুগছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ