Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে আবার টানা দরপতন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:৪৫ এএম, ৩ মার্চ, ২০১৭

অর্থনৈতিক রিপোর্টার : টানা দরপতন প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা চতুর্থ দিনের মতো দরপতন ঘটেছে। সেই সঙ্গে কমছে লেনদেনের পরিমাণও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বুধবার ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট, মঙ্গলবার সাত পয়েন্ট এবং সোমবার ১৪ পয়েন্ট কমে।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণেই এ দরপতন দেখা দিয়েছে। সেই সঙ্গে বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর সঙ্কট দেখা দিয়েছে। আগে যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতেন তারাও এখন ডেট্রেডারের ভ‚মিকায় চলে এসেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান বলেন, এই মুহূর্তে বাজারে দরতন হওয়ার কোনো কারণ নেই। এরপরও দরপতন ঘটছে। আমার কাছে মনে হচ্ছে বাজারে এখন দীর্ঘমেয়াদের বিনিয়োগকারী নেই। তবে এ দরপতনে ভয় পাওয়ার কিছু নেই।
উভয় পুঁজিবাজারে গতকাল মোট লেনদেন হয়েছে ৮৭৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২১৬ কোটি ৯৭ লাখ। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৬১ কোটি ৯৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩১ কোটি ৫৩ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৮৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট কমে এক হাজার ৩০৪ পয়েন্টে এবং ০ দশমিক ২১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এ ছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোমোবাইল, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ইসলামী ব্যাংক, পিডিএল, কেয়া কসমেটিকস এবং শাশা ডেনিমস।
অন্য দিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪২ কোটি ৭২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ১৭ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১১ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৩ দশমিক ১ পয়েন্ট কমে ১০ হাজার ৪৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৩০১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট কমে এক হাজার ২৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৪৭টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো পিডিএল, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, ফার কেমিক্যাল, আরএন স্পিনিং এবং ন্যাশনাল ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ