Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দূষণ সৃষ্টিকারী খাতে ৫ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা চীনের

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছর বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প-প্রতিষ্ঠান আরো গুটিয়ে আনার পরিকল্পনা নিয়েছে চীন। এ লক্ষ্যে এসব শিল্প-কারখানার বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও করছে দেশটি। ছাঁটাইকৃত কর্মীদের অন্যান্য পরিষেবা খাতে অথবা ইন্টারনেটভিত্তিক ব্যবসায় নতুন কাজের সুযোগ প্রদান করা হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী। চীনের মানবসম্পদমন্ত্রী ইন উইমিন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশটির অতি উৎপাদনশীল শিল্পগুলোর আরো পাঁচ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে কয়েক বছরের মধ্যে ইস্পাত ও কয়লা খাতের ১৮ লাখ কর্মী ছাঁটাই করা হবে। গত বছর ওই শিল্পগুলোর ৭ লাখ ২৬ হাজার কর্মী ছাঁটাই করা হয় বলেও জানান মন্ত্রী। চীন বাড়তি ক্ষমতাসম্পন্ন শিল্পের অদক্ষতা দূর ও দূষণ মোকাবেলার অঙ্গীকার ব্যক্ত করেছে। তবে এভাবে গণছাঁটাইয়ের কারণে সামাজিক অস্থিরতা মোকাবেলা করতে ছাঁটাইকৃত কর্মীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে দেশটি। ছাঁটাইকৃত কর্মীদের অন্যত্র স্থানান্তরের জন্য ১ হাজার ৪৫০ কোটি ডলার (১০০ বিলিয়ন ইউয়ান) ভর্তুকি বরাদ্দ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারের এ ভর্তুকির পরিমাণ গত বছরের তুলনায় ৪৩৬ কোটি ডলার বেশি বলে মন্ত্রী ইন জানান। ইন উইমিন আরো বলেন, নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চক্ষমতাসম্পন্ন শিল্পের ছাঁটাইকৃত শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। প্রথাগত উপায়ে তাদের নতুন কর্মসংস্থানে স্থানান্তর করা হবে। নতুন কাজের জন্য তাদের পুনরায় প্রশিক্ষণ দেয়া হবে ও নিজস্ব ব্যবসা শুরুর জন্য তাদের উৎসাহিত করা হবে। আমরা নিশ্চিত যে, চলতি বছর অবিচলিত ও সুশৃঙ্খলভাবে আমরা এ পদ্ধতি বাস্তবায়ন করতে পারব। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ