মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় থেকে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া সদস্যরা চীনে ফেরার অঙ্গীকার করেছে। একই সঙ্গে চীনে হামলা চালিয়ে নদীর মতো রক্ত প্রবাহ বইয়ে দেয়ার হুমকি দিয়েছে আইএস। গত বুধবার জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইনটেলিজেন্সের বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথম চীনে সরাসরি হামলার হুমকি দিলো আইএস। ইরাকের পশ্চিমাঞ্চলে ধারণ করা দেড় ঘণ্টার একটি ভিডিও গত সোমবার প্রকাশ করেছে আইএস। এতে ওই হুমকি দেয়া হয়েছে। ভিডিওতে চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের দেখা গেছে। দেশটির পশ্চিমাঞ্চলের জিনজিয়াং অঞ্চলে সিরিজ সহিংস হামলার জন্য নির্বাসিত উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে চীন। এর আগে জিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলোর সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়। ভিডিওতে এক তথ্য সরবরাহকারীর শিরñেদের আগে উইঘুরের এক যোদ্ধাকে চীনের বিরুদ্ধে হুমকি দিতে দেখা যায়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।