Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশের প্রচারণায় থাকছেন না প্রিয়াঙ্কা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের চলমান বিধানসভা নির্বাচনে দলের জন্য প্রচারাভিযানে অংশ নিচ্ছেন না কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশে দলের শীর্ষ কৌশলবিদ গুলাম নবি আজাদ এ কথা জানিয়েছেন। গুলাম নবি আজাদ বারানসিতে এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, প্রিয়াঙ্কা এখানকার নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তাই তার পক্ষে প্রচারাভিযানে সময় দেয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে তিনি আর প্রচারণায় থাকছেন না। এছাড়া স্বাস্থ্যগত কারণে সোনিয়া গান্ধীও নির্বাচনী প্রচার অভিযানে থাকছেন না, যা আগেই বলা হয়েছিল। তবে সোনিয়া গান্ধী কী সমস্যায় ভুগছেন, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তার উত্তরে তিনি বলেন, তেমন জটিল কিছু নয়। তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। টাইমস অব ইনডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ