Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোতে যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে : জাতিসংঘ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোতে ব্যাপকভাবে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। এজন্য সংস্থাটি যুদ্ধরত সব পক্ষকেই দায়ী করেছে। এমনকি আন্তর্জাতিক আইন অমান্য করে বেসামরিক ব্যক্তিদের ওপর ক্লোরিন বোমা ব্যবহারের অভিযোগও উঠেছে। গত বুধবার প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সিরিয়া বিষয়ক কমিশনের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি গত ১ বছরে আলেপ্পোতে সংঘটিত বিভিন্ন হামলা ও সংঘর্ষের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন তৈরিতে স্থানীয়দের সাক্ষাৎকার নেয়ার পাশাপাশি স্যাটেলাইট থেকে তোলা ছবি ও বোমার ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সিরিয়া সরকার ও তাদের মিত্র রাশিয়ার বিমান হামলায় আলেপ্পোতে শত শত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এমনকি সরকারি বাহিনী বেসামরিক ব্যক্তিদের ওপর ক্লোরিন বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। অন্যদিকে বিদ্রোহীরা স্থানীয়দের খাদ্য, পানি ও চিকিৎসা সেবা ছাড়া দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছে। স্থানীয়দের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ রেখে, তাদের মানব বর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। খবরে বলা হয়, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর মানুষ সবচে বেশি ক্ষতির শিকার হয়েছেন। মানবিক সহায়তা ছাড়াই এ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন অবরুদ্ধ ছিলেন। বিবিসি, আল-জাজিরা।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ