Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উত্তর কোরীয়দের ভিসামুক্ত ভ্রমণ বাতিল মালয়েশিয়ায়

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করেছে মালয়েশিয়া। উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বৈমাত্রেয় ভাই কিম জং-নামের হত্যাকা-ের পরে নিরাপত্তার যুক্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ ঘোষণা দিয়েছেন। হামিদি জানান, কিম জং-নামের হত্যাকা-ের পেছনে বেশ কয়েকজন উত্তর কোরীয় নাগরিক জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তারা ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা ব্যবহার করে মালয়েশিয়া ভ্রমণ করছিলেন। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আসছে ৬ মার্চ থেকে উত্তর কোরীয় নাগরিকদের ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা স্থগিত থাকবে। ১৯৭০ সাল থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান আছে। কিন্তু কিম জং-নামের হত্যাকা-ের পরে সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে নামকে বিষাক্ত রাসায়নিক ভিএক্স ব্যবহার করে হত্যা করা হয়। ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দর টার্মিনালে দাঁড়িয়ে থাকার সময় তিনি ১ জন নারীর দ্বারা হামলার শিকার হন।  বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ