Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফ্রান্সে অভিযোগ নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ফিয়োঁ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের মধ্য-ডান রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্রাঁসোয়া ফিয়োঁ তার বিরুদ্ধে আনা অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ এবং তদন্তে মুখেও নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ফিয়োঁর বিরুদ্ধে অভিযোগ, তার স্ত্রী কাজ না করেই কয়েক বছর ধরে বেতন নিয়েছেন। বিষয়টি অস্বীকার করে গত কয়েক সপ্তাহ ধরে এই অভিযোগের বিরুদ্ধে লাড়াই চালিয়ে আসছেন ফিয়োঁ। এবার তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। এর বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আনুষ্ঠানিক তদন্তের জন্য সমন জারি করে ১৫ মার্চের মধ্যে বিচারক সার্জ তুরনাইরের সামনে তাকে হাজির হতে বলা হয়েছে বলে বুধবার এক সমাবেশে জানিয়েছেন ফিয়োঁ। সমাবেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানিয়ে সমর্থকদের এর বিরোধিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররাই কেবল আমার ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখে। এটি একটি রাজনৈতিক গুপ্তহত্যা। এটি শুধু আমাকে হত্যা করা নয়, প্রেসিডেন্ট নির্বাচনকেও শেষ করা। লাখ লাখ ভোটারের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। রিপাবলিকান এই প্রার্থী বলেন, তিনি আদালতের সমনের প্রতি শ্রাদ্ধাশীল এবং বিচারকের সামনে সত্য কথা বলবেন। আমি ছেড়ে দেব না, আত্মসমর্পণ করব না এবং নিজেও সরে দাঁড়াব না। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ছিলেন ফিয়োঁ। গত বছর ভোটাভুটির মাধ্যমে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে তিনি সারকোজি ও সাবেক প্রধানমন্ত্রী অ্যালেন জুপ্পিকে পরাজিত করেন। তবে সম্প্রতি ফিয়োঁর স্ত্রীর বিরুদ্ধে ভুয়া বেতন গ্রহণের অভিযোগ ওঠার পর জনমত জরিপগুলোতে পিছিয়ে পড়তে শুরু করেছেন তিনি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ