গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অর্থনৈতিক রিপোর্টার : নিটশিল্প খাতে সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। একই সঙ্গে সোস্যাল ডায়ালগের মাধ্যমে একটি সুশৃঙ্খল শিল্প চেইন গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে আইএলও। বিকেএমইএ ঢাকা কার্যালয়ের সম্মেলন কক্ষে আইএলও এবং বিকেএমইএ-এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ-এর প্রথম সহ-সভাপতি এএইচ আসলাম সানি। সভায় আরও উপস্থিত আইএলও-এর রাভি পেরিস, মিরান্ডা ফ্যাজারমেন, ওতোমো পুতেনিন।
এই সভার পরপরই সোস্যাল ডায়ালগ ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিশ্চিতকরণে আইএলও ও বিকেএমইএ-এর মধ্যে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইএলও-এর প্রতিনিধিত্ব করেন মহেন্দ্র নাইডু ও সলেমান রাজবংশী। আইএলও-এর সিনিয়র বিশেষজ্ঞ রাভি পেরিস বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ স্বাক্ষরিত আইএলও কনভেনশনগুলো বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিশেষ করে নিটশিল্প খাতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ অনেকাংশে সফলতা অর্জন করার কথা তুলে ধরেন। তবে তিনি সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার নিমিত্তে শিল্পকারখানাগুলোতে কমর্রত শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা দেয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা দেয়া, জীবনমানের উন্নয়নে সহায়তা প্রদান এবং সর্বোপরি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি গঠনে শিল্প-উদ্যোক্তা বা মালিকদের বিশেষভাবে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
এএইচ আসলাম সানি, শিল্পোদ্যোক্তা ও মালিকদের গঠনশীল ভূমিকার পাশাপাশি সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার জন্য শ্রমিক সংগঠনগুলোর আন্তরিকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এক্ষেত্রে তিনি নিটশিল্প খাতে বিদ্যমান সংস্কার কার্যক্রমের তথ্যবহুল বর্ণনা দেন; যার মাধ্যমে ২০১৩ সালের পর থেকে এই সেক্টরের অভূতপূর্ব স্ট্রাকচারাল রিফর্মের ব্যাপারটি ফুটে উঠেছে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ফারুক আহমেদ বলেন, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক অসন্তোষ নিরসনে আন্তর্জাতিক শ্রম সংস্থার নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করা প্রয়োজন। সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি জিএম ফারুক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।