গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে অপহরণের ১০ দিন পর এক শিশুকে উদ্ধার করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাজেশ বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে হালিশহর খাদ্য গুদাম এলাকার একটি সরকারি বাসা থেকে মো. শরীফ হোসেন নামের ১০ বছর বয়সী ছেলেটিকে উদ্ধার করা হয়। শরীফ নগরীর খুলশী থানার বাটালি হিল এলাকার শাহ আলমের ছেলে। সে পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলোÑ মো. আনোয়ার হোসেন (৩২) এবং তার দুই স্ত্রী বিথী আক্তার (২২) ও ফারজানা বেগম (২২)।
রাজেশ বড়ুয়া জানান, গত ১৯ ফেব্রুয়ারি আনোয়ার তার প্রতিবেশী শরীফকে কৌশলে ডেকে নিয়ে আটকে রাখে। পরে তার বাবা শাহ আলমের কাছ থেকে ২০ হাজার টাকা ‘মুক্তিপণ’ নেয়। অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার বাটালি হিল থেকে আনোয়ারকে আটক করা হয়। আবদুল মতিন নামে গুদামের এক কর্মচারীর কাছ থেকে ওই বাসা ভাড়া নিয়ে ফারজানা থাকত। শিশুটিকে অপহরণের পর প্রথম তিনদিন হালিশহর রঙ্গী পাড়ায় বিথীর বাসায় রাখে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।