Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে টানা তিনদিন দরপতন

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১:০৫ এএম


অর্থনৈতিক রিপোর্টার : দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পরপর টানা তিনদিন দরপতন  হয়েছে। গতকাল বুধবারেও লেনদেনের মাধ্যমে এ টানা পতন হয়েছে।  ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৯৭ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ৮ পয়েন্ট ও সোমবার ১৫ পয়েন্ট কমেছিল। এ হিসাবে টানা ৩ দিনের পতনে ৩৮ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।
ডিএসইতে টাকার অঙ্কে গতকাল মোট লেনদেন হয়েছে ৯৬১ কোটি ৯৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৯০ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৫ পয়েন্টে এবং ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, লংকা-বাংলা ফাইন্যান্স, ফার কেমিক্যাল, সিএমসি কামাল, ইসলামী ব্যাংক, পিডিএল, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস এবং ইফাদ অটোমোবাইল।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৪ কোটি ১৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৩ কোটি ২৯ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসে চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩৯ কোটি ১২ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১০ হাজার ৫২৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৫৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, পিডিএল, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস, বেক্স ফার্মা, আরগন ডেনিমস, ইসলামী ব্যাংক, সলভো কেমিক্যাল, প্রিমিয়ার লিজিং এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ