নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : তফসিল ঘোষণার মাত্র দু’দিন পরেই স্থগিত হয়ে গেল বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের নির্বাচন। গত ৭ ফেব্রুয়ারি এই ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ২৭ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নির্বাচনী তফসিল ঘোষণা করে। কিন্তু গতকাল হঠাৎ করেই তা স্থগিত করে দেয়। মূলত ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির ও সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের মধ্যকার বর্তমান শীতল সম্পর্কের জের ধরেই এই নির্বাচন স্থগিত করে এনএসসি। শুধু তাই নয়, ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সৃষ্ট গোলযোগের কারণেই দুই সদস্যের এক তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- এনএসসি’র পরিচালক (অর্থ) মো: শহিদুল্লাহ ও আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান। নির্বাচন স্থগিত করে তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, ‘হঠাৎ করেই অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পর্কে চিড় ধরেছে। সভাপতি নানা অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সভাপতির অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটি খুব শীঘ্রই কাজ শুরু করবে। আমরা তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই অ্যাথলেটিক্সের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেবো।’ তবে কী অন্য ফেডারেশনের মতো এবার অ্যাথলেটিক্সেরও অ্যাডহক কমিটি হতে যাচ্ছে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।