Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃথা গেল হৃদয়ের সেঞ্চুরি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ওয়ান্ডারার্স-ইন্দিরার জয় শুরু ২য় বিভাগ ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার : ফতুল্লা খান ওসমান আলী স্টেডিয়ামের আউটারে গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। প্রথম দিনে ‘এ’ গ্রুপের খেলায় জিতেছে ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আউটারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হৃদয় ইসলামের শতকে (১০৮) নিধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে ইয়ং পেগাসাস। জবাবে এক বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইন্দিরা রোড। জয় আসে ৪ উইকেটের। একই দিন বিকেএসপি-ফোরে গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে এক উইকেটে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ২০১ রানেই গুটিয়ে যায় গোপীবাগের দল। জবাবে শেষ বলে এক উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় ওয়ান্ডারার্স।
এর আগে সকালে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ