নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : পুনে টেস্টে ভারতের শোচনীয় হারের ক্ষত এখনও শুকায়নি। ময়নাতদন্তও এখনও চলছে। অস্ট্রেলিয়ার কাছে যে লজ্জা পেয়েছে পুনেতে সেই উইকেট নিয়ে এখনও চলছে সমালোচনা। স্পিনের বিষ ঢেলে দেয়া হয়েছিল এই উইকেটে। প্রথম বল থেকেই বল ঘুরছিল। অবশ্য শেষ পর্যন্ত নিজেদের পেতে রাখা ফাঁদেই ধরাশায়ী হয় ভারত। টেস্ট হারে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। এরই মধ্যে আইসিসির এক নোটিশ আরো বিষণœ করে তুলল ভারতীয় ক্রিকেটের পরিবেশ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচকে ‘বাজে’ আখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে হবে বিসিসিআইকে। ভারতীয় বোর্ডের দেয়া জবাব পর্যবেক্ষণ করে দেখবেন আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস ও এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ছয়টি মানে কোনো টেস্ট ম্যাচের উইকেটকে বিবেচনা করে আইসিসি। খুব ভালো, ভালো, সাধারণ মানের চেয়ে ভালো, সাধারণ মানের চেয়ে খারাপ, বাজে, অনুপযোগী। সবচেয়ে খারাপের দিক দিয়ে শেষ থেকে দুইয়ে অবস্থান করছে পুনের উইকেট। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড সিরিজের প্রথম টেস্টের উইকেটকে বলেছেন ‘বাজে’। যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রড। বিসিসিআই এর ভালো ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের সতর্ক করে দেয়া হতে পারে আইসিসির পক্ষ থেকে। পাশাপাশি ১৫ হাজার ডলার জরিমানাও হতে পারে। আইসিসির পক্ষ থেকে দেয়া হতে পারে নির্দেশনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।