Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরে বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের প্রস্তাব

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বহনকারী বাসকে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসী হামলার পর পূর্ণ টেস্ট প্লেয়িং কোনো দেশ করছে না পাকিস্তান সফর। ২০১১ বিশ্বকাপে পূর্ব ঘোষিত ভেন্যু পর্যন্ত হয়েছে স্থানান্তরিত। ২০১২ সালে পাকিস্তান সফরের আশ্বাস বিসিবি  দিয়েও শেষ পর্যন্ত সরকারের সবুজ সঙ্কেত না পাওয়ায় করেছে সফরটি বাতিল। ২০১৫ সালে বাংলাদেশ নারী দল পাকিস্তান সফর করেছে পিসিবির জোরাল অনুরোধে। অনুরোধের ঢেকি গিলে মোটা অংকের প্রলোভনে জিম্বাবুয়ে ক্রিকেট দল করেছে পাকিস্তান সফর। তবে তাতেও মন ভরছে না। বাংলাদেশ ক্রিকেট দলকে ২ টেস্টের সিরিজ খেলতে এ বছরের ডিসেম্বরে পাকিস্তান সফরে আমন্ত্রণ দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। তার জন্য বিসিবিকে রাজি করানোর প্রক্রিয়া শুরু করেছে পিসিবি, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আগামী ৫ মার্চ লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচকে সামনে রেখে এ প্রস্তাবই দিয়েছে পিসিবি। পিটিআইকে দেয়া এক বিশ্বস্ত সূত্র এ তথ্যই দিয়েছেনÑ‘ যদি পিএসএলের ফাইনাল সুন্দরভাবে সম্পন্ন করতে পারি,তাহলে ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া যাবে।’
আগামী জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরকে সামনে রেখে এমন প্রস্তাবের পেছনে অন্য কোন দুরভিসন্ধি অবশ্য খুঁজে পাচ্ছেন না বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘লাহোরে পাকিস্তান সুপার লীগের ( পিএসএল) ফাইনাল ম্যাচ দেখতে যাবেন আইসিসি’র অনেকেই। আমাদেরকেও এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা একজন নিরাপত্তা উপদেষ্টাকে এই ম্যাচটি দেখতে এবং নিরাপত্তার খোঁজ খবর নিতে পাঠাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার। তাই এখনই তাদেরকে আশ্বস্ত করার মতো কিছু দেখছি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ