মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের ওপর নিষেধাজ্ঞাকে ঘিরে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তেল উৎপাদক দেশটির অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত সোমবার ইরানের অর্থনীতি নিয়ে এ কথা জানিয়েছে সংস্থাটি। গত মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে আইএমএফ। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও বিপ্লবী বাহিনীকে কেন্দ্র করে দেশটির ব্যক্তি ও কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত মাসে ইরান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মবির”দ্ধ বলে মনে করছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের দাবি, এ ধরনের ক্ষেপণাস্ত্র পারমাণবিক গোলা বহনে সক্ষম। ২০১৫ সালে ছয় পরাশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির পরিপ্রেক্ষিতে দেশটির খারাপ আচরণ সত্তে¡ও যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা অত্যন্ত সহনশীল রয়েছে বলে কঠোর হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।