মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বই প্রকাশের জন্য রীতিমতো যুদ্ধে নেমেছে প্রকাশনা সংস্থাগুলো। গত ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি অবসরে গিয়েছেন। এ সময়ে স্ত্রী মিশেল ওবামা ও তার স্মৃৃতিকথা লিখছেন ওবামা। আর এই স্মৃতিকথা প্রকাশের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন প্রকাশকরা। এরই মধ্যে ওই বই প্রকাশের জন্য প্রতিযোগিতায় বিড বা দর কষাকষি রেকর্ড ছুঁয়েছে। ওবামার ওই বইটি প্রকাশের জন্য ৬ কোটি ডলারেরও বেশি অর্থ প্রস্তাব করা হয়েছে। খবরে বলা হয়, ওবামা দম্পতি আলাদাভাবে বই লিখছেন। তাদের এ বই প্রকাশের জন্য এক হুলস্থুল কাÐ ঘটে গেছে। দ্য ফিনান্সিয়াল টাইমস’কে এ বিষয়ে জানেন এমন অনেক মানুষ এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে এ দৌড়ে এগিয়ে এসেছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউজ। এ সংস্থাটি এর আগে বারাক ওবামার তিনটি বই প্রকাশ করেছে। বলা হচ্ছে, এবারকার দর কষাকষিতে তারাই বেশি অংকের অর্থ প্রস্তাব করেছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।